সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৬.৩৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ১৮৩ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকার। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬.৩৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৯০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৭ দশমিক ০২ পয়েন্ট কমে ২ হাজার ২৩৫ পয়েন্টে নেমেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১২৯টির। আর ২২৩টির দাম ছিল অপরিবর্তিত।