প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে লেনদেনে ঊর্ধ্বমুখি প্রবণতা

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২১ ১১:০১:৪১ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে লেনদেনে ঊর্ধ্বমুখি প্রবণতা

গতকাল লেনদেনে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শুরু হয় লেনদেন।

বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ চিত্র দেখা গেছে।

দুপুর ১২ টায় প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৩৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ৭ হাজার ৩৫৭.৭৫ পয়েন্টে পৌঁছেছে।

এদিকে, ডিএসইএস সূচক ৩.৩২ পয়েন্ট বা ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯৭.৭৫ পয়েন্টে পৌঁছেছে।

আর ডিএস৩০ সূচক ৩.৮৪ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২ হাজার ৭৮১.৯১ পয়েন্টে।