ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শুরুতেই ইন্স্যুরেন্স ও প্রকৌশল খাতের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এছাড়া, ওষুধ ও বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর শেয়ারও সূচকের উত্থানে ভূমিকা রাখছে।
লেনদেনের শুরুর ৩ মিনিটের মাথায় বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগ্রহে সূচক আগের দিনের তুলনায় সূচক বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৯৪৫ পয়েন্টে। এরপর ১০টা ১২ মিনিট পর্যন্ত শেয়ার বিক্রির প্রবণতা দেখা গেছে বিনিয়োগকারীদের, সেখান থেকে অবস্থান পরিবর্তন করে বেলা ১১টা পর্যন্ত আগ্রহ দেখা গেছে শেয়ার ক্রয়ের।
লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৪৫ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২১৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।