প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে সূচক বৃদ্ধিতে বিমা আর ওষুধ খাত

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২২ ১৫:২৯:৫৪ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে সূচক বৃদ্ধিতে বিমা আর ওষুধ খাত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বিমা ও ওষুধ খাত। এছাড়া, প্রকৌশল ও ব্যাংক খাতও ছিল ইতিবাচক প্রবণতায়।

তবে সিরামিকস ও আইটি খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন, গতকালের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭৫৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয় ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭৩০ কোটি টাকা।

আজ ডিএসইতে হাতবদল হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দর।