প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২১ ১১:৩৮:২৯ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে সূচকের উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের কিছুটা উত্থানে চলছে লেনদেন। এদিন তিনটি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭২৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৫০ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।