প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে সূচকের উত্থান-পতন

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২১ ১২:৫৪:৪৬ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে সূচকের উত্থান-পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিযায় চলছে লেনদেন। এদিন ডিএইএস৩০ সূচক নিম্নমুখী হলেও, ঊর্ধ্বমুখী রয়েছে অপর দুই সূচক।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ৩ ঘণ্টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৪ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৪ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।