প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে সূচকের উত্থান-পতন, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২১ ১৫:৪৭:৫০ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে সূচকের উত্থান-পতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান-পতনে শেষ হয়েছে লেনদেন। প্রধান সূচক বাদে বাকি দুটি সূককের পতন হলেও এদিন টাকার অংকে বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬২ পয়েন্টে।

আর শরিয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ পয়েন্টে।

এদিন ১ হাজার ৭২৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনে তুলনায় ২৭২ কোটি টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৭ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।