সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান-পতনে চলছে লেনদেন।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর তিন ঘণ্টার মাথায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩২ পয়েন্ট।
আর শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৭৫ পয়েন্টে। অপর সূচক ডিএসই৩০ ৬ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ২৩৮ পয়েন্টে।
এদিন তিন ঘণ্টায় লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৫০ লাখ টাকার।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।