ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। এদিন তিনটির মধ্যে দুটি সূচক রয়েছে ঊর্ধ্বমুখী।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৪৪ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১০ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩৩২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।