সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসইতে ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি আগের কর্মদিবসের তুলনায় ৫৩৪ কোটি ৩৩ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার।
রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৬৭ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ৭ পয়েন্ট।
এদিন ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, দর কমেছে ১২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।