সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার সবকটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরু এক ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬১ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৯ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬৮ পয়েন্টে।
গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ১১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।