প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে সূচকের ওঠা-নামায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২১ ১১:৩৪:৪৯ | আপডেট: ৩ years আগে
 ডিএসইতে সূচকের ওঠা-নামায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার যথারীতি শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। শুরুর ৩০ মিনিটের মধ্যে বেঞ্চমার্ক ডিএসইএক্স সূচক সামান্য ১৩ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে ৭ হাজার ৩৫৬ তে  পৌঁছায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, বেলা ১১টার দিকে ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩৬৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার।