সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সূচকের কিছুটা উত্থানে শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন লেনদেন শুরুর পর তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০৮ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস মাত্র ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৯৩ পয়েন্টে।
গত ২ সপ্তাহের বেশি সময় ধরেই ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন।