গত সপ্তাহে টানা দরপতন অব্যাহত ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল চলতি সপ্তাহের প্রথম কর্মদিসের লেনদেনও শেষ হয় সূচকের পতনে। আর সোমবার দ্বিতীয় কর্মদিবসটিও শুরু হয়েছে পতন দিয়েই।
এদিন তিনটি সূককেরই পতন দিয়ে শুরু হয় লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৪৮ পয়েন্টে।
অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৬৫ পয়েন্টে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৬১ লাখ টাকার।
লেনদেন হওয়া ৩৫৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৫৭টির, কমেছে ২৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ারের দাম।