সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচকে বেড়েছে। সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০.১৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮০.০৭ পয়েন্টে এবং দুই হাজার ২৪৭.৩৩ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৪১৯ কোটি ৮০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫৭ কোটি ৭৬ লাখ টাকার।
ডিএসইতে আজ লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে মধ্যে ১৬৪টির দর বেড়েছে। দর কমেছে ১১৭টির এবং ৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।