দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার গত প্রায় ১ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন, লেনদেন নেমেছে ৬১৬ কোটি ১১ লাখ টাকায়। এর আগে ২০২১ সালের ১৮ এপ্রিল ৬০২ কোটি ৭৬ টাকার লেনদেন হয়েছিল।
রোববার অধিকাংশ খাতের কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এতে প্রধান সূচকসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।
এ দিন আইটি, খাদ্য, সেবা ও আবাসন, পেপার অ্যান্ড প্রিন্টিং, ট্যানারি, সিমেন্ট, সিরামিকস ও ভ্রমণ খাতের একটি কোম্পানির দামও বাড়েনি।
লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৯৯৮ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৪১ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৪৩৪ পয়েন্টে।
রোববার লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৩৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।