প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে ৩০০ কোটির ঘরে নামলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ১৪:৩৬:৪৬ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে ৩০০ কোটির ঘরে নামলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমে ৩০০ কোটির ঘরে নেমেছে। রোববার লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার, যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল লেনদেন নেমেছিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকায়।

রোববার ডিএসইতে ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ৩টি সূচকেরই নিম্নমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন।

আজ টেক্সটাইল খাতে ৮০ শতাংশ, ওষুধে ৭৭ শতাংশ, খাদ্যে ৮০ শতাংশ, ইন্স্যুরেন্সে ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।

এছাড়া, পেপার, ট্যানারি ও ভ্রমণ খাতের একটি কোম্পানির দরও বাড়েনি।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৩৫ পয়েন্টে কমে লেনদেন শেষ হয়।

রোববার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।