প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিজিটাল পল্লীর মাধ্যমে পূর্ণতা পেলো ডিজিটাল বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২২ ১৪:২২:০০ | আপডেট: ৩ years আগে
ডিজিটাল পল্লীর মাধ্যমে পূর্ণতা পেলো ডিজিটাল বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেশী দেশগুলোকে পেছনে ফেলে করোনার অচলাবস্থায় ‘ই-কমার্স’ এর ‘ডিজিটাল’ কনসেপ্ট বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২৯ মে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ডিজিটাল কমার্স মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন; ‘ই-কমার্সের বিস্তৃতি ঘটেছে পাঁচ বছর আগেই। আমি আশা করছি, ডিজিটাল পল্লীর মাধ্যমে মানিকগঞ্জের সাঁটুয়ারিয়ার তাঁত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভীষণভাবে সমাদৃত হবে। বেনরসী, জামদানির মতো তাঁতের শাড়িও মানুষ পছন্দ করবে, বিক্রি হবে।’

‘আজকে আমি যখন স্টলগুলো ঘুরেছি তখন ১২ আনাই বিক্রি হয়ে গেছে। এতে বোঝা যায়, আগামীতে এর জনপ্রিয়তা কোথায় পৌঁছবে। কোভিডে তাদের অবস্থা খুবই খারাপ ছিলো। এই উদ্যোগে তাদের ভাগ্য ফিরতে বাধ্য। আমি মনে করি আজকে যে ডিজিটাল পল্লী শুরু হলো এর সুবিধাভোগী হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ।’

এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ধারণা পূর্ণতা পেলো বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামই একদিন ডিজিটাল হবে।

ডিজিটাল বাংলাদেশ যেমন একদিন অবিশ্বাস্য ছিল তা আজ বাস্তবায়ন হয়েছে। তেমনি বাংলাদেশের প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে এবং ঘরে ঘরে গড়ে উঠব ডিজিটাল উদ্যোক্তা। তিনি বলেন ই-ক্যাবের উদ্যোগে যেভাবে ডিজিটাল কোরবানি হাটে পশু বিক্রি হয়েছে সেটাও আমাদেরকে ডিজিটাল কমার্সে আশার আলো দেখায়।

দেশের প্রথম মডেল ই-কমার্স ভিলেজ মানিকগঞ্জের সাটুরিয়াকে ডিজিটাল পল্লী হিসেবে প্রতিষ্ঠা করতে মানিকগঞ্জের তাঁতের শাড়ি দিয়ে সাজানো হয় মেলার পসরা। মেলায় অংশগ্রহণকারীগণ জানান তাদের পণ্যের বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। তাই তারা খুশি।