২০২২ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রহমান।
বুধবার ডিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি পদে আরমান হক এবং সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন পুনঃনির্বাচিত হয়েছেন।
বুধবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ৬০তম বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া নবনির্বাচিত পরিচালকরা হলেন- মালিক তালহা ইসমাইল বারী, মো. আব্দুল মান্নান, মো. হাবিব উল্লাহ তুহিন, মো. জুনায়েদ ইবনে আলী, সমীর সাত্তার এবং এসএম গোলাম ফারুক আলমগীর।