প্রচ্ছদ ›› বাণিজ্য

ডেনমার্কের রাষ্ট্রদূত ও বিজিএমইএ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২১ ১০:৩০:৩৩ | আপডেট: ৩ years আগে
ডেনমার্কের রাষ্ট্রদূত ও বিজিএমইএ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদুত উইনি স্ট্রাপ পিটারসেন গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

গতকাল অনুষ্ঠিত এ আলোচনায় বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, ডেনিশ দুতাবাসের সেক্টর কাউন্সিলর সোরেন আসবর্ন আলবার্টসেন এবং কমার্শিয়াল কাউন্সিলর আলি মুশতাক বাট উপস্থিত ছিলেন।

তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতিসহ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তির অধিক ব্যবহার বিষয়ে ডেনমার্ক এই শিল্পকে কিভাবে সাহায্য করতে পারে তা নিয়েও আলোচনা করেন।

স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে উত্তোরণের পর ২০২৬ সাল থেকে বাংলাদেশের উত্তোরন প্রক্রিয়া সাবলীল রাখতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য যেন ১২ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখে, সে ব্যাপারে ফারুক হাসান ডেনমার্ক সরকারের সমর্থন কামনা করেন।

ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ, যেটি ইবিএ প্রোগ্রামের অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করছে।

ফারুক হাসান রাষ্ট্রদুত উইনি স্ট্রাপ পিটারসেনকে অনুরোধ করেন যে, পোশাক শিল্পের ইতিবাচক উন্নয়ন ও কাহিনী এবং সেই সাথে রাস্ট্রদুত ঢাকায় অবস্থানকালে শিল্প বিষয়ে যা কিছু প্রত্যক্ষ করেছেন, সেগুলো যেন তিনি ব্র্যান্ড এবং ভোক্তা সবার সাথেই শেয়ার করেন।