ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৮ ও ৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৫তম আসর।
ডেনিম জগতে আন্তর্জাতিকভাবে শীর্ষস্থানীয় প্রদর্শনিগুলোর মধ্যে বাংলাদেশ ডেনিম এক্সপো অন্যতম, যা ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রেতাদের নিকট বিশেষ করে ইউরোপীয় ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় ও আকর্ষণীয় ডেনিম সোর্সিং প্ল্যাটফর্ম হিসাবে সুখ্যাতি অর্জন করেছে।
বাংলাদেশ ডেনিম এক্সপোর এই সংস্করণে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, ভিয়েতনাম, জাপান, ভারত, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডসহ ১২টি দেশের ৮০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমুহ তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্রপাতি, ফিনিশিং সরঞ্জাম এবং এক্সেসরিজ প্রদর্শন করবেন।
দুই দিনব্যাপী এক্সপোতে পণ্য প্রদর্শনীর পাশাপাশি বেশ কয়েকটি আলোচনা সভা ও ’ট্রেন্ড সেমিনার’ অনুষ্ঠিত হবে।
এই এক্সপোতে ২০৩০ সালে বাংলাদেশ পোশাক শিল্পের অবস্থান ও সামনের পথ; ডেনিম শিল্পের টেকসই পরিবর্তন; এই শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচনে করণীয়; এবং ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদের উন্নয়ন ও সদ্ব্যবহার শীর্ষক চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ডেনিম এক্সপোতে একটি বিশেষ ‘ট্রেন্ড জোন’ থাকবে, যেখানে বিভিন্ন উদ্ভাবনী ডেনিম পণ্য প্রদর্শন করা হবে এবং আগত দর্শনার্থীরা বাংলাদেশের ডেনিম শিল্পে আগামী দিনের ডেনিম পণ্য, বৈচিত্র্যময় ডিজাইন এবং উদ্ভাবনশীলতা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ ডেনিম এক্সপো আয়োজনের লক্ষ্য কি? সহজে বললে – এর মাধ্যমে যাতে প্রতিষ্ঠানসমুহ তাদের ব্যবসায় নতুন সুযোগ তৈরি করতে পারে, পারস্পরিক ব্যবসায়িক সংযোগ স্থাপন করতে পারে এবং শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অধিকতর জানতে পারে।”
বাংলাদেশ ডেনিম এক্সপোতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে ভিজিট করুনঃ https://visitor.bangladeshdenimexpo.com/
বাংলাদেশ ডেনিম এক্সপো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: Bangladesh Denim Expo