প্রচ্ছদ ›› বাণিজ্য

‘ডেসটিনি-যুবকের গ্রাহকদের ৫০-৬০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে’

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:০৭:৩২ | আপডেট: ৩ years আগে
‘ডেসটিনি-যুবকের গ্রাহকদের ৫০-৬০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে’

ডেসটিনি ও যুবকের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত “প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইআরএফ এর ভূমিকা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। সম্পদগুলোর দামও বেড়েছে অনেক। ন্যায্য মূল্যে বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে।’

বাণিজ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেছেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘আইনমন্ত্রী আমাকে বললেন এটা আদালতের বিষয়। কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।’

এসময় ই-কমার্স খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই খাতটি এগিয়ে যাচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠানকে আমরা বিপদে ফেলতে পারি না।’