প্রচ্ছদ ›› বাণিজ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আয়কর সেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ২১:১১:০০ | আপডেট: ২ years আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আয়কর সেবা ক্যাম্প

আগামী ২৩ ও ২৪শে নভেম্বর দুই দিনব্যাপী আয়কর সেবা ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিজনেস স্টাডিজ অনুষদ। জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় এ সেবা ক্যাম্পের উদ্বোধন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শাহীন আক্তার, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মো: আব্দুল মজিদ, সদস্য (আন্তর্জাতিক কর), ডঃ আব্দুল মান্নান শিকদার, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন), স্বপন কুমার রায়, কর কমিশনার, কর অঞ্চল -১১, ঢাকা।