নতুন করে আরও ১৬টি কোম্পানিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অন্তর্ভুক্ত হওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
সোমবার শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থাটি এই ১৬টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটি চিঠি দিয়েছে।
এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো সদস্যবিহীন সংস্থাকে ব্রোকারেজ লাইসেন্সের অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জকে পাঠানো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চিঠি অনুযায়ী আমার সিকিউরিটিজ, ব্যাং জি জিও টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ, বি রিচ, কলম্বিয়া শেয়ার, রহমান ইকিউটি, এমকেএম সিকিউরিটিজ, স্মার্ট শেয়ার, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, এম্পায়ার সিকিউরিটিজ, এনওয়াই ট্রেডিং, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং, ব্রিজ স্টক এবং ব্রোকারেজ লিমিটিডকে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
এর আগে গত ১৯ মে ৩০টি নতুন ব্রোকারেজ কোম্পানিকে শেয়ার বাজারের অন্তর্ভুক্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থাটি।