করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যেই সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে এ অনুরোধ জানান তারা।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দ্য বিজনেস পোস্ট'কে এ তথ্য জানান।
তিনি জানান, সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যেসব শ্রমিক ঢাকায় আছেন, তাদেরকে নিয়ে শিল্প প্রতিষ্ঠান চালানোর প্রস্তাব দিয়েছে বিজেএমইএ। শ্রমিকদের ঢাকা ফিরতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি আরও জানান, শিল্প কারাখানা খুলে দিলে আমরা শ্রমিকদের টিকার ব্যবস্থা করতে পারি। আমরা ইতোমধ্যেই শ্রমিকদের টিকা দেওয়া শুরু করেছি। শিল্প কারাখানা খুলে দিলে আমরা ফের টিকা দিতে পারব।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে চলছে ১৪ দিনব্যাপী সর্বত্মাক কঠোর লকডাউন। এবারের লকডাউনের বন্ধ রাখা হয়েছে সব ধরণের শিল্প-কারখানা।
গত ১৩ জুলাই বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ রাখার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন জারি করার থেকেই শিল্প প্রতিষ্ঠান ও কারখানা খোলা রাখার জন্য সরকারের বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।