প্রচ্ছদ ›› বাণিজ্য

তিন ঘণ্টায় লেনদেন ৮৭৬ কোটি

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২২ ১২:৪০:০৯ | আপডেট: ২ years আগে
তিন ঘণ্টায় লেনদেন ৮৭৬ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ৮৭৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ৯.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২২.১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২১.২৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭.৭ পয়েন্টে।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির।