তিন দিনব্যাপী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এতে ১০ বাংলাদেশি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ প্রদর্শনিটি চলবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এতে বাংলাদেশি যে প্রতিষ্ঠানগুলো অংশ নেবে সেগুলো হলো-
ফ্যাব্রিক্স: এআর জিন্স প্রডিউসার লিমিটেড, হা-মীম ডেনিম, পাইওনিয়ার ডেনিম।
পোশাক: ম্যাক্স উইল বিডি, পেংনুও গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল অ্যাপারেল, এনটুএন সোর্সিং বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের অধীনে অংশগ্রহণ করছে এবং ঢাকা ফারইস্ট এবং উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস) অংশ নিচ্ছে সরাসরি বুথ নিয়ে।
এছাড়া বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ইউএসএ ২০২৩-এ অংশগ্রহণ করছে।
বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেনের নেতৃত্বে অ্যাপারেল সোর্সিং ইউএসএ-তে একটি বিশেষ বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে অংশ নিচ্ছে। বিভিন্ন পণ্যের বৈচিত্র্যপূর্ণ সমাহারে, অ্যাসোসিয়েশনের প্যাভিলিয়নটি বিভিন্ন দেশের ক্রেতাদের বাংলাদেশের উৎপাদন করা পণ্যের একটি বিশাল রেঞ্জ প্রদর্শন করবে।
এই প্রদর্শনিতে ২২টি দেশ থেকে মোট ৩২৪ জন প্রদর্শক অংশগ্রহণ করবে। এতে চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার কান্ট্রি প্যাভিলিয়ন থাকবে। চীন ১৭৫ জন প্রদর্শক নিয়ে এতে অংশগ্রহণ করছে।
এছাড়া পরবর্তী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ইউএসএ ১৮-২০ জুলাই এর মধ্যে অনুষ্ঠিত হবে।
টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্টারটেক্সটাইল সাংহাই অ্যাপারেল ফেব্রিক্স।