পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি, ২৩-মার্চ, ২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য সময়ে আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৪০.৪১ শতাংশ। কাঁচামালের দর বাড়ায় ইপিএস কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি, ২৩-মার্চ, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’২২- মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ০৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩২ টাকা ৯৬ পয়সা। আগের বছরে এর পরিমাণ ছিলো ২২৯ টাকা ৯৬ পয়সা।
এপেক্স ফুটওয়্যার পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৩ সালে। রোববার দিনশেষে কোম্পানিটির সবশেষ শেয়ার দর ছিলো ৩৩৭ টাকা ৮০ পয়সা।