বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমছে, তাই দেশের বাজারেও দাম কমার ঘোষণা দু’এক দিনের মধ্যেই আসতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সম্প্রতি জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বিষয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সচিব বলেন, ‘আন্তর্জাতিক বাজারের তেলের দাম এবং ডলারের দামের সাথে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে তেলে দাম কমানো হবে। তাই আগামী দু’একদিনের মধ্যেই ভোজ্যতেলের দাম কমা নিয়ে ঘোষণা আসতে পারে।’
স্বল্পোন্নত দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াতে ডব্লিউটিও সম্মতি দিয়েছে জানিয়ে তিনি বলেন, এলডিসি বাণিজ্য সম্প্রসারণের সিদ্ধান্তটি পরবর্তী ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আসতে পারে। যা ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।