প্রচ্ছদ ›› বাণিজ্য

থাই এয়ার এশিয়ার ঢাকা-ব্যাংকক ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২২ ২০:২৬:৫০ | আপডেট: ২ years আগে
থাই এয়ার এশিয়ার ঢাকা-ব্যাংকক ফ্লাইট চালু

ঢাকা-ব্যাংকক রুটে থাইল্যান্ডভিত্তিক বেসরকারি এয়ারলাইন্স থাই এয়ার এশিয়ার ফ্লাইট চালু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়া একটি ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রুটে যাত্রী পরিবহন শুরু করে এয়ার এশিয়া। ফ্লাইটটি গতকাল দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওই ফ্লাইটে থাই এয়ার এশিয়ার কর্মকর্তাসহ বেশ কয়েকজন বিশিষ্ট যাত্রী ছিলেন। থাই এয়ার এশিয়ার সিইও সানতিসুক ক্লোংচাইয়া, আঞ্চলিক বাণিজ্যিক প্রধান তানসিতা আকরারিত্তিপিরম, পণ্য ব্যবস্থাপক চানিতা শ্রীপ্রাসার্ট, রিলেশন ব্যবস্থাপক নুত্তাওয়াট জিতারধর্ন, ফুয়াংভিট সুভারসানেত্র ও টাডা চাওভানাপুঞ্জ উপস্থিত ছিলেন। এ ছাড়া উদ্বোধনী ফ্লাইটে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন থাই এয়ার এশিয়া কর্পোরেট কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভরা।

উদ্বোধনী ফ্লাইটে যাত্রী ও অতিথিদের ফুল ও স্মারক দিয়ে স্বাগত জানায় থাই এশিয়া জিএসএ, টিএএস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভাইস চেয়ারম্যান শেখ মমিনুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার, পরিচালক আহমাদুল হক, পরিচালক মো. আতিকুল রহমান মাসুদ, পরিচালক আনোয়ার আবেদীন মানিক এবং টিএএস এভিয়েশন লিমিটেডের অন্যান্যরা।

থাই এয়ার এশিয়া ২০১৫ সাল থেকে ঢাকা এবং কুয়ালালামপুরের মধ্যে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় থাই এয়ার এশিয়ার সংযোজন এ ফ্লাইট। থাই এয়ার এশিয়া ফ্লাইট সংযোজনের সঙ্গে গ্রুপটি নতুন রুট যোগ করেছে বাংলাদেশিদের জন্য। ‘এখন সবাই উড়তে পারে’ অনুযায়ী সাশ্রয়ী ও লোভনীয় ভাড়ার সুবিধা যোগ করা হয়। এয়ারলাইনটি ঢাকা এবং ডন মুয়াংয়ে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালন করবে।