প্রচ্ছদ ›› বাণিজ্য

দক্ষ জনবল তৈরিতে আইসিএসবির ভূমিকা প্রশংসনীয়

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২২ ১১:৩৭:৫৩ | আপডেট: ৩ years আগে
দক্ষ জনবল তৈরিতে আইসিএসবির ভূমিকা প্রশংসনীয়

কর্পোরেট সেক্টরে দক্ষ জনবল তৈরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) বিশেষ ভূমিকা রয়েছে, যা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রোববার (৩ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আইসিএসবির প্রতিষ্ঠার রজত জয়ন্তী ২০২২ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, কর্পোরেট সেক্টরে দক্ষ জনবল তৈরিতে আইসিএসবি অনেক বড় ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা এফসিএস। অনুষ্ঠানে আইসিএসবির গত ২৫ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে আইসিএসবির সকল প্রতিষ্ঠাতা সদস্য- মোজাফফর আহমেদ এফসিএস, মরহুম এম এস আলম মিয়া এফসিএস (প্রতিনিধি), এ কে এ মুক্তাদির এফসিএস, মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস, মোঃ জাহাঙ্গীর আলম এফসিএস, মোঃ সিদ্দিকুর রহমান এফসিএস, মরহুম মোঃ সাইদুজ্জামান এফসিএস (প্রতিনিধি), মরহুম মো. ইয়ামিন হোসেন এফসিএস (প্রতিনিধি), ইতরাত হুসাইন এফসিএস, সুলতান-উল-আবেদিন মোল্লা এফসিএস,
মুহাম্মদ আবুল হাসেম এফসিএস, মরহুম আনোয়ারুল আফজাল এফসিএস (প্রতিনিধি) এবং এন জি চক্রবর্তী এফসিএসকে তাদের অগ্রণী ভূমিকার জন্য সম্মানিত করা হয়।