প্রচ্ছদ ›› বাণিজ্য

দর কমার শীর্ষে জেমিনি সি ফুড

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২২ ১৬:১৯:১৩ | আপডেট: ৩ years আগে
দর কমার শীর্ষে জেমিনি সি ফুড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর কমার শীর্ষে ছিল জেমিনি সি ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ টাকা ২০ পয়সা বা ২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ কোম্পানিটির ১৪৯২ বারে ৯৬ হাজার ৩৬৯ টি শেয়ার লেনদেন হয়। 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩০ টাকা ২০ পয়সা বা ২ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে।

আরও পড়ুন- দর বাড়ার শীর্ষে ৮ টিই বীমা খাতের কোম্পানি

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড, অ্যাপেক্স ট্যানারি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, আইপিডিসি ফাইন্যান্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড।

আরও পড়ুন- পূরবী ইন্সুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা