প্রচ্ছদ ›› বাণিজ্য

দর কমার শীর্ষে সামিট এলায়েন্স

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২২ ১৬:৪০:৪৭ | আপডেট: ৩ years আগে
দর কমার শীর্ষে সামিট এলায়েন্স
সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর কমার শীর্ষে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে টাকা ৬০ পয়সা বা ২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটির ৩৮৩ বারে ৩ লাখ ৪ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর,জনতা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স,ইউনাইটেড ইন্স্যুরেন্স,প্রগতি ইন্স্যুরেন্স,ইস্টার্ণ হাউজিং এবং বিচ হ্যাচারী লিমিটেড।