ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ৩টি সূচকেরই নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।
আজ টেক্সটাইল খাতে ৮০ শতাংশ, ওষুধে ৭৭ শতাংশ, খাদ্যে ৮০ শতাংশ, ইন্স্যুরেন্সে ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।
এছাড়া, পেপার, ট্যানারি ও ভ্রমণ খাতের একটি কোম্পানির দরও বাড়েনি।