প্রচ্ছদ ›› বাণিজ্য

দর পতনের শীর্ষে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২২ ১৮:০১:৫১ | আপডেট: ৩ years আগে
দর পতনের শীর্ষে সোনালী পেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনালী পেপার লিমিটেড। কোম্পানিটির দর ১৯৬ টাকা ৭০ পয়সা বা ২৭.০১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ৫৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৯৩ বারে ৬১ হাজার ৩৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৬ লাখ টাকা।

পেপার প্রসেসিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৯ টাকা বা ৪.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আরও পড়ুন: দর বাড়ার শীর্ষে সিলকো ফার্মা

সোনারগাঁও টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৪.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, নিউলাইন ক্লোথিংস, অ্যারামিট সিমেন্ট, এসিআই ফরমুলেশন, এস.আলম কোল্ড রোল্ড, ইয়াকিন পলিমার ও জেএমআই হসপিটাল রিকুইজিট লিমিটেড।

আরও পড়ুন: টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অধিকাংশ খাতের দর বৃদ্ধি