দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এ দিন শেয়ারটি সর্বশেষ ১২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল,অ্যাডভেন্ট ফার্মা, বিডিকম অনলাইন, ডরিন পাওয়ার, আরএসআরএম স্টিল, এডিএন টেলিকম ও ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।