প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার শীর্ষে তমিজ উদ্দিন টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২২ ১৫:৪৩:০৪ | আপডেট: ৩ years আগে
দর বাড়ার শীর্ষে তমিজ উদ্দিন টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড।

এ দিন শেয়ারটি সবশেষ ২০১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। আজ শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৫৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। শেয়ারটির সবশেষ দর ছিল ১৫৫ টাকা ১০ পয়সা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স স্পিনিং, এনআরবিসি ব্যাংক, এমবি ফার্মা, আর্গন ডেনিম, গ্লোবাল হেভি কেমিক্যাল ও পেপার প্রসেসিং লিমিটেড।