প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২২ ১৭:০১:৫৭ | আপডেট: ২ years আগে
দর বাড়ার শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ কোম্পানিটির ৭ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ৭৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট নিটিং, জিপিএইচ ইস্পাত, ফার্মা এইডস, ওরিয়ন ফার্মা ও ন্যাশনাল পলিমার লিমিটেড।