প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার শীর্ষে বিবিএস

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১১:৩৩ | আপডেট: ৩ years আগে
দর বাড়ার শীর্ষে বিবিএস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড-বিবিএস।

এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই’র তথ্যানুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৮৭ বারে ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটির বাজার মূলধন ৪২৬ কোটি ৮৭ লাখ টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় শীর্ষ অবস্থানে থাকা একমি পেস্টিসাইডস লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। শেয়ারটি সবশেষ লেনদেন হয় ৩২ টাকা ২ পয়সায়।

তালিকায় অন্য শীর্ষ কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ও খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।