প্রচ্ছদ ›› বাণিজ্য

৯.৬৮ শতাংশ দর বেড়ে গেইনারের শীর্ষে মতিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ১৬:২৭:১৪ | আপডেট: ৩ years আগে
৯.৬৮ শতাংশ দর বেড়ে গেইনারের শীর্ষে মতিন স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিন স্পিনিংয়ের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মতিন স্পিনিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। আজ কোম্পানিটির সবশেষ শেয়ার দর ছিল ৭৯.৩০ টাকা।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জাহিন স্পিনিংয়ের ৯.০১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৬.৮৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৬.৭৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.১৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৫০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.২২ শতাংশ, আর্গন ডেনিমসের ৫.০৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৫ শতাংশ এবং অলটেক্সের শেয়ার দর ৪.৯৩ শতাংশ বেড়েছে।