ঘুরে দাঁড়াতে পারছে না ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত কয়েক সপ্তাহের অধিকাংশ দিনই দরপতনে শেষ হয় লেনদেন, ৫শ’ কোটি টাকার ঘরে ঘুরতে থাকে লেনদেনের পরিমাণ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার লেনদেন নেমেছে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকায়। এর আগে গত ৬ এপ্রিল লেনদেন নেমেছিল ৪৯০ কোটি টাকায়। আজ দর বেড়েছে মাত্র ১৮টি কোম্পানির।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৫৭৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ২ হাজার ৪৩১ পয়েন্টে লেনদেন শেষ হয়।
আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৩৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।