প্রচ্ছদ ›› বাণিজ্য

দরপতন রোধে পুঁজিবাজারে ফের ফ্লোর প্রাইস চালু

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২২ ১৮:০৬:৫৬ | আপডেট: ৩ years আগে
দরপতন রোধে পুঁজিবাজারে ফের ফ্লোর প্রাইস চালু
সংগৃহীত

অব্যাহত দরপতন প্রতিরোধে পুঁজিবাজারে আবার ফ্লোর প্রাইস চালু করা হয়েছে। রোববার থেকে এই প্রাইস বা মূল্যের নিচে কোনো শেয়ার কেনাবেচা করা যাবে না।

বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, আজকেরসহ বিগত ৫ দিনের ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। আগামিকাল থেকে এর উপরে সিকিউরিটিজের দর স্বাভাবিক হারে উঠানামা করতে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। তবে কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে।

এদিকে নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়াও নতুন এ আদেশের মাধ্যমে কোনো কোম্পানির শেয়ার দর দুই শতাংশ কমার সীমা বাতিল করা হয়েছে।

এর আগে ২০২০ সালে মহামারি সময়ে শেয়ারবাজারে ধস ঠেকাতে ওই বছরের ১৯ মার্চ প্রতিটি কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম বেঁধে দিয়ে ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় কমিশন।