প্রচ্ছদ ›› বাণিজ্য

দরপতনে শীর্ষে আইটি, সিরামিকস, সেবা ও আবাসন খাত

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২২ ১৫:৫৮:৩২ | আপডেট: ৩ years আগে
দরপতনে শীর্ষে আইটি, সিরামিকস, সেবা ও আবাসন খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার আইটি, সিরামিকস, সেবা ও আবাসন খাতের শতভাগ কোম্পানির শেয়ারেরই দরপতন হয়েছে। এছাড়া, প্রকৌশল, খাদ্য, ওষুধ, টেক্সটাইল খাতেরও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে তিনটি সূচকেরই পতন হয়েছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণও।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৭৬৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে লেনদেন শেষ হয় ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৪৬৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৮০ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ২০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের।