প্রচ্ছদ ›› বাণিজ্য

দর পতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২২ ১৭:৫৭:০০ | আপডেট: ৩ years আগে
দর পতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে  (ডিএসই) টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৪ টাকা বা ১০.০৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১২৯ বারে ১ লাখ ২৭ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ৮০ পয়সা বা ২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আরও পড়ুন- বিমা খাতের দখলে শীর্ষ দশ

তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো লিমিটেড। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ২ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস,পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার,সিলকো ফার্মা, আইটি কনসালটেন্ট এবং আ্যম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আরও পড়ুন- বেশিরভাগ কোম্পানির দরপতনে সূচকের সামান্য পতন