ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ৬.৭২ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৩.৮৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা ৩.৪৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯০ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, হাও-ওয়েল টেক্সটাইল, সি অ্যান্ড এ টেক্সটাইল, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম টেক্সটাইল লিমিটেড।