প্রচ্ছদ ›› বাণিজ্য

দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২২ ১৬:৩০:৫২ | আপডেট: ৩ years আগে
দরপতনের শীর্ষে যেসব কোম্পানি
সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। আজ ফান্ডটির দর ১০ পয়সা বা ১ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফ্যাস ফাইন্যান্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। সোমবার কোম্পানিটির দর ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, অ্যাডভেন্ট ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।