প্রচ্ছদ ›› বাণিজ্য

দাম বাড়বে মোবাইল ফোনের

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ১৯:১৪:২১ | আপডেট: ৩ years আগে
দাম বাড়বে মোবাইল ফোনের

২০২২-২৩ প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেটের ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ প্রস্তাব পাশ হলে মোবাইল ফোন সেট কিনতে জনগণকে বেশি টাকা দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনের সময় মুস্তফা কামাল ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘মোবাইল ফোন সেট ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করছি।’

এদিকে স্থানীয়ভাবে তৈরি ইলেকট্রনিক পণ্যের প্রসারের সুবিধার্থে ২০২২-২৩ অর্থবছরে আমদানি করা ল্যাপটপ কম্পিউটার এবং কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রাংশে নতুন করে ১৫ শতাংশ ভ্যাট যুক্তের (মূল্য সংযোজন কর) প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন; ‘ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ভ্যাট অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার নির্মাতারা প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করছি।’

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।