প্রচ্ছদ ›› বাণিজ্য

দু’দিন পতনের পর ঘুরে দাঁড়ালো ডিএসই

নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৩:১০ | আপডেট: ৩ years আগে
দু’দিন পতনের পর ঘুরে দাঁড়ালো ডিএসই

পরপর দুই কর্মদিবস পতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেন শুরুর পর পরই এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার এবং ইউনিটের দাম ঊর্ধ্বমুখী দেখা যায়।

লেনদেন শুরুর সোয়া ১ ঘণ্টার মাথায় কর্পোরেট বন্ড ছাড়া বাকি সব খাতের শেয়ারের দাম ৭০ থেকে শতভাগ বেড়েছে।

দাম বৃদ্ধির তালিকায় রয়েছে- জীবন বিমা, বিমা, তেল ও বিদ্যুৎ, অর্থনৈতিক প্রতিষ্ঠান, পেপার অ্যান্ড প্রিন্টিং।

এছাড়াও, খাদ্য, টেনারি, আইটি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন, সিরামিকস, জুট খাতের দামও বেড়েছে।

এ সময়ে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৫৪ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯৩ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।