ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইস) সূচকের ধারাবাহিক পতন সোমবারও অব্যাহত ছিল। এদিন গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে সূচকের ১৮২ পয়েন্ট।
এর আগের ২০২০ সালের ১৬ মার্চ ডিএসইর প্রধান এই সূচক ডিএসইএক্স-এর পতন হয়েছিল ১৯৬.৭৫ পয়েন্ট।
সোমবার সূচকের পতন টানা চতুর্থ দিনে পৌছাল, যে পতনের শুরু হয়েছিল ২ মার্চ। সেদিন সূচকের পতন হয়েছিল ৫৩ দশমিক ৯৫ পয়েন্ট। তারপর দিন ৩ মার্চ সূচকের পতন হয়েছিল ৩ দশমিক ৩১ পয়েন্ট।
শুক্রবার ও শনিবার সরকারি ছুটির পর রোববার আবারও অর্ধশত বা ৫১ দশমিক ৮৮ পয়েন্ট সূচকের পতনে সপ্তাহ শুরু হয়। সোমবার সূচকের পতনের মাধ্যমে লেনদেন নেমে এসেছে ৭৪০ কোটি টাকায়।
এদিন মাত্র সাতটি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। ৩৬৪টির দর কমেছে। আগের দিনের মতো দর অপরবর্তীত আছে ৮টির।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ২২ খাতে বিভক্ত। এর মধ্যে বন্ড খাতের লেনদেন হয় না। লেনদেন হওয়া খাতগুলোর মধ্যে সোমবার ১৩টি খাতের কোনো শেয়ারের দর বাড়েনি।
দর বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ডের সাড়ে ৫ শতাংশ ইউনিটিরে দর বেড়েছে। তথ্য প্রযুক্তি খাতের ২৭ শতাংশ, টেলিকম খাতের ৩৩ শতাংশ, নন ব্যাংক আর্থিক খাতের সাড়ে চার শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ৪ শতাংশ, ব্যাংক খাতের ৬ শতাংশ, বস্ত্র খাতের মাত্র দেড় শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।