পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণা করা ব্যাংকগুলো হলো- দ্য সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে দ্যা সিটি ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস রয়েছে।
আলোচ্য হিসাববছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৫৮ পয়সা।
এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২২ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।
আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এছাড়াও আলোচ্য সময়ের জন্য ব্র্যাক ব্যাংক ১৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস রয়েছে।
এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। আগামী ৩১ মে সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।